You have reached your daily news limit

Please log in to continue


রংপুরে ৭ দিনব্যাপী এসএমই পণ্য মেলা

দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প উদ্যোক্তাদের (এসএমই) উৎপাদিত পণ্যের প্রচার, প্রসার, বিক্রয় এবং বাজার সম্প্রসারণের লক্ষ্যে রংপুরে শুরু হচ্ছে সাত দিনব্যাপী বিভাগীয় এসএমই পণ্য মেলা। বৃহস্পতিবার থেকে শুরু হতে যাওয়া এ মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।

বুধবার দুপুরে রংপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) এ ডব্লিউ এম রায়হান শাহ।

তিনি বলেন, বৃহস্পতিবার বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে এ মেলার উদ্বোধন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন রংপুর বিভাগীয় কমিশনার আবদুল ওয়াহাব ভূঞা। বিশেষ অতিথি থাকবেন এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক ড. মফিজুর রহমান, পরিচালক মির্জা নুরুল গণি শােভন, রংপুর জেলা আওয়ামী লীগের সভাপতি মমতাজ উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক অ্যাডভােকেট রেজাউল করিম রাজু, রংপুর চেম্বারের সভাপতি সোহরাব চৌধুরী টিটু, মেট্রোপলিটন চেম্বারের সভাপতি রেজাউল ইসলাম মিলন, উইমেন চেম্বারের সভানেত্রী আনোয়ারা ফেরদৌসি। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রংপুরের জেলা প্রশাসক আসিব আহসান।

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন