বিমানের ঢাকা-টরন্টো ফ্লাইট নিয়ে এত বিতর্ক কেন?
ঢাকা-টরন্টো রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের সরাসরি বাণিজ্যিক ফ্লাইট চালুর চেষ্টা পাঁচ বছর ধরেই চলছিল। এ ফ্লাইট চালু নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনাও দীর্ঘদিনের। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় নানান উদ্যোগ নিলেও বিমান কর্তৃপক্ষের অদক্ষতায় এতদিন এ রুটে চলেনি বিমানের ফ্লাইট। অবশেষে জুনে তা চালু হতে যাচ্ছে বলে জানা গেছে।
২৬ মার্চ স্বাধীনতা দিবসেই ঢাকা থেকে টরন্টো যাবে বিমানের একটি ফ্লাইট। বিমান ঘোষণা দিয়েছে— এটি পরীক্ষামূলক বাণিজ্যিক ফ্লাইট। এতে বিমান প্রতিমন্ত্রী, সচিব, সংসদ সদস্য, মন্ত্রণালয় ও বিমানের কর্মকর্তারা যাবেন। নথিপত্র বলছে, বিশাল বহর নিয়ে তারা যাচ্ছেন কানাডার বিমানের অফিস, জিএসএ নিয়োগ প্রক্রিয়া দেখা এবং টরন্টো ফ্লাইট নিয়ে দেশেটির সঙ্গে আলোচনা করতে। তাই ফ্লাইট চালুর আগেই জন্ম হয়েছে বিতর্কের।