অভিষেকের কাছে আট ঘণ্টা ধরে কী জানতে চাইলো ইডি?
গত সোমবার নতুন দিল্লিতে ইডির অফিসে অভিষেক বন্ধ্যোপাধ্যায় ঢোকেন বেলা এগারোটা নাগাদ। সেখান থেকে তিনি বের হন রাত আটটার একটু আগে। আট ঘণ্টারও বেশি সময় ধরে তাকে জেরা করেন ইডির উচ্চপদস্থ কর্মকর্তারা। এর আগে সেপ্টেম্বরে অভিষেককে নয় ঘণ্টা ধরে জেরা করা হয়েছিল।
জেরায় কী হয়েছে
সূত্র জানাচ্ছে, কয়লা কেলেঙ্কারি নিয়ে তদন্তের পরে ইডির হাতে বেশ কিছু তথ্যপ্রমাণ এসেছে। সেই সব তথ্যপ্রমাণ অভিষেকের সামনে রাখা হয়েছিল এবং তার ভিত্তিতে তাকে জেরা করা হয়েছে। তারপর প্রিভেনশন অফ মানি লন্ডারিং অ্যাক্ট অনুসারে তার বিবৃতি রেকর্ড করা হয়।