কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

You have reached your daily news limit

Please log in to continue


বাঁচবেন না টের পেয়েছিলেন ‘গাল্লি বয়’ র‍্যাপার? অকাল রাখি বাঁধেন বোনেদের কাছে

২৪-এই শেষ এক তরুণ প্রাণ। বিখ্যাত র‍্যাপার এমসি তোড়ফোড় ওরফে ধর্মেশ পারমার। রবিবার তাঁর মৃত্য হয়। মঙ্গলবার সকালে তাঁর চলে যাওয়ার খবর মেলে। কিন্তু কারণ জানা যায়নি তখনও। বুধবার তাঁর মা জানালেন, হৃদরোগে আক্রান্ত হয়েছিলেন ২৪ বছরের এই তরুণ। যদিও এই কারণেই তাঁর মৃত্যু হয়েছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হওয়া যায়নি। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত জোয়া আখতারের ‘গাল্লি বয়’ ছবির ‘ইন্ডিয়া ৯১’ গানে র‍্যাপ করেছিলেন এমসি। সেই সূত্রেই ছবির শিল্পীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে উঠেছিল তাঁর।

২৪-এর তরুণের অকাল প্রয়াণে মন খারাপ তাঁর সহকর্মীদের। ইনস্টাগ্রাম স্টোরিতে এমসির একটি ছবি দিয়েছেন রণবীর। শোকবার্তা জানিয়েছেন জোয়া এবং সিদ্ধান্ত চতুর্বেদীও।গত চার মাসে দু’বার হৃদরোগে আক্রান্ত হন এমসি তোড়ফোড়। অস্ত্রোপচারও হয়েছিল। কিন্তু এত অসুস্থ থাকা সত্ত্বেও তাঁর জীবনযাপনে পরিবর্তন আনেননি তিনি, আক্ষেপ এমসির মায়ের। ধর্মেশ একেবারেই বিশ্রাম নিতেন না। সারা দিন কাজে ব্যস্ত থাকতেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন