গাজরে রয়েছে ত্বকের উজ্জ্বলতা বাড়ানোর উপাদান
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১১:৪৯
রূপচর্চার রুটিনে যদি গাজর যোগ করা যায় তবে ত্বক হবে উজ্জ্বল আর প্রাণবন্ত।
প্রাকৃতিক উপাদান দিয়ে ত্বকের পরিচর্যা করা নতুন কিছু নয়। আর এই ধারাবাহিকতায় যোগ হয়েছে গাজরের ব্যবহার।
তবে এর কিছু বিপরীত দিকও রয়েছে।
এই বিষয়ে যুক্তরাষ্ট্রের বার্লিংটন’য়ের বোর্ড নিবন্ধিত ত্বক বিশেষজ্ঞ এবং ‘কেপি অ্যাওয়ে’র প্রতিষ্ঠাতা ডা. আনার মিকাইলভ ওয়েলঅ্যান্ডগুড ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে ব্যাখ্যা করেন, “গাজরে রয়েছে উল্ল্যেখযোগ্য পরিমাণে বেটা-ক্যারোটিন, একটি খাঁটি ‘মলিকিউল’ বা অণু যা বিভিন্ন উদ্ভিজ্জ উপাদান থেকে পাওয়া যায়।”
“আর গাজর সঠিকভাবে ত্বকে ব্যবহার করতে পারলে বহুগুণে উপকার পাওয়া যায় এই উপাদানের কারণে,” বলেন এই ত্বক বিশেষজ্ঞ।
- ট্যাগ:
- লাইফ
- গাজর
- ত্বকের চর্চা