নারীর দীর্ঘমেয়াদি অসুখ এন্ডোমেট্রিওসিস
কালের কণ্ঠ
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ১০:২৬
মাসিকের সময় কিংবা মাসিক ছাড়াও তলপেটে ব্যথার সমস্যা নিয়ে কিশোরী, তরুণী কিংবা মধ্যবয়স্ক নারীরা চিকিৎসকের কাছে আসেন। পরীক্ষা-নিরীক্ষা করে অনেক সময় গাইনি বিশেষজ্ঞরা এই সমস্যাকে এন্ডোমেট্রিওসিস নামে অভিহিত করেন।
কারণ
জরায়ুর সবচেয়ে ভেতরের আস্তর বা এন্ডোমেট্রিয়াম যদি জরায়ুর বাইরে কোথাও জন্ম নেয় সেখান থেকে এন্ডোমেট্রিওসিস নামক অসুখ হয়। মাসিকের রক্ত যোনিপথে বের হয়ে আসে কিন্তু অন্য কোথাও জন্ম নেওয়া এন্ডোমেট্রিয়ামের রক্ত বাইরে আসার সুযোগ নেই, তাই তা জমে জমে কালো ঘন, আঠালো তরল পদার্থে পরিণত হয় ও সিস্টের জন্ম হয়, যার নাম ‘এন্ডোমেট্রিওটিক সিস্ট’ বা ‘চকোলেট সিস্ট’।
- ট্যাগ:
- স্বাস্থ্য
- দীর্ঘমেয়াদি
- এন্ডোমেট্রিওসিস