শাহনাজ রহমতুল্লাহ ছাড়া তিন বছর
বার্তা২৪
প্রকাশিত: ২৩ মার্চ ২০২২, ০৯:০৪
কিংবদন্তি সংগীতশিল্পী শাহনাজ রহমতুল্লাহর তৃতীয় মৃত্যুবার্ষিকী আজ মঙ্গলবার। তার কণ্ঠজাদু দিয়ে কয়েক যুগ ধরে সংগীতপ্রেমীদের আচ্ছন্ন করে রেখেছিলেন তিনি। ২০১৯ সালের এই দিনে তিনি মারা যান।
শাহনাজ রহমতুল্লাহর কণ্ঠে ‘এক নদী রক্ত পেরিয়ে’, ‘একবার যেতে দে না আমার ছোট্ট সোনার গাঁয়ে’ ও ‘একতারা তুই দেশের কথা বলরে এবার বল’- গান তিনটি বিবিসি’র একটি জরিপে সর্বকালের সেরা বিশটি বাংলা গানের তালিকায় স্থান পায়।
১৯৫৩ সালের ২ জানুয়ারি জন্ম নেয়া এই শিল্পী অল্প বয়সেই গায়িকা হিসেবে আনুষ্ঠানিক যাত্রা করেন পাকিস্তান রেডিও ও টিভিতে। তখন তিনি শাহনাজ বেগম নামে পরিচিতি পান। দেশাত্মবোধক গানের জন্য তিনি পাকিস্তান ও বাংলাদেশ; দুই দেশেই সমাদৃত।