পাম অয়েলের দাম লিটারে কমল ৩ টাকা

ডেইলি স্টার প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ২০:৫৩

খোলা পাম অয়েলের দাম লিটারপ্রতি ৩ টাকা কমেছে। এখন থেকে প্রতি লিটার খোলা পাম অয়েলের দাম ১৩০ টাকা বলে জানিয়েছে বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন।


আজ মঙ্গলবার অ্যাসোসিয়েশনের সচিব নুরুল ইসলাম মোল্লার সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।


এর আগে ৬ ফেব্রুয়ারি বাণিজ্য মন্ত্রণালয় খোলা পাম অয়েলের দাম ১৩৩ টাকা নির্ধারণ করেছিল।


যোগাযোগ করা হলে সিটি গ্রুপের পরিচালক (করপোরেট ও রেগুলেটরি অ্যাফেয়ার্স) বিশ্বজিৎ সাহা ডেইলি স্টারকে বলেন, 'বাণিজ্য মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দাম কমানো হয়েছে। সরকার ভোজ্যতেলের কর ও শুল্ক কমানোর ফলে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও