বাম গণতান্ত্রিক জোটের হরতালের প্রচারণা চালাতে গেলে ছাত্রলীগের নেতা–কর্মীরা জোটের নেতা–কর্মীদের মারধর করেছেন বলে অভিযোগ উঠেছে। বাম গণতান্ত্রিক জোটের নেতাদের দাবি, ছাত্রলীগ কর্মীদের মারধরে তাঁদের অন্তত পাঁচজন আহত হয়েছেন।
আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ ঘটনা ঘটে। এ বিষয়ে ছাত্রলীগের নেতা–কর্মীরা বলছেন, ক্যাম্পাসে বহিরাগতরা সরকারবিরোধী কার্যক্রম চালাতে চাইলে তাঁদের বাধা দেওয়া হয়।