নির্বাচন কমিশন নতুন, চাওয়া পুরোনো
কিছুদিন আগে প্রধান নির্বাচন কমিশনারসহ (সিইসি) পাঁচ সদস্যের নির্বাচন কমিশন নতুনভাবে গঠিত হয়েছে। রাষ্ট্রপতি সংলাপ করলেন বেশ কিছু রাজনৈতিক দলের সঙ্গে। অনেকে আবার আমন্ত্রিত হয়েও যাননি।
এর পরপরই নির্বাচন কমিশন গঠনসংক্রান্ত একটি আইন সংসদে পাস হয়। সে আইনের আওতায় গঠিত হয় অনুসন্ধান কমিটি। এ কমিটি বিচার-বিশ্লেষণ করে ১০ জনের নাম প্রস্তাব করে। আর রাষ্ট্রপতি নিয়োগ দেন পাঁচজনকে। সংবিধানের আবশ্যিক বিধান অনুসারে নিশ্চয় প্রধানমন্ত্রীর সুপারিশেই হয়েছে এ নিয়োগ। তাই এ পর্বে তাঁদের সবাইকে অভিনন্দন জানিয়ে শুভকামনা করছি।