You have reached your daily news limit

Please log in to continue


ব্যাটারদের ব্যর্থতায় ভারতের কাছে হার বাংলাদেশের

২০১৮ সালে ভারতকে হারিয়ে এশিয়া কাপ (টি-টোয়েন্টি ফরম্যাট) জেতা বাংলাদেশ ওয়ানডে বিশ্বকাপে পাত্তাই পেলো না। বোলারদের দৃঢ়তায় ভারতকে ২২৯ রানে আটকে রাখা গেলেও ব্যাটারদের ব্যর্থতায় সেই রান টপকাতে পারেনি লাল-সবুজ জার্সিধারীরা। ভারতীয় স্পিনারদের ঘূর্ণি জাদুতে ১১৯ রানে অলআউট হয়ে গেছে বাংলাদেশ। তাতে নিগারদের ১১০ রানে হারিয়ে সেমিফাইনাল খেলার পথটা অনেকটাই তৈরি করে রাখলো মিতালি রাজের দল।

হ্যামিল্টনের সেডন পার্কে ভারত বাংলাদেশকে ২৩০ রানের লক্ষ্য দিয়েছিল। এই লক্ষ্যে শুরুটা দেখে শুনে করলেও শেষ রক্ষা করতে পারেননি ওপেনার শারমিন আক্তার। ১৭ বলে ৫ রান করা শারমিন ঝুলন গোস্বামীর বলে স্লিপে ক্যাচ দিয়ে ফিরেছেন। ওই ওভারেই কাভারে দারুণ ছয় হাঁকিয়েছিলেন মুর্শিদা খাতুন। এটি নারী বিশ্বকাপে বাংলাদেশের প্রথম ছয়। আশা করা হচ্ছিল মুর্শিদা ও ফারজানা মিলে দারুণ জুটি গড়বেন। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন