ইসির সংলাপে খালেদার জামিন চাইলেন জাফরুল্লাহ
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১৭:৫২
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন আয়োজিত সংলাপে অংশ নিয়ে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জামিন চেয়েছেন গণস্বাস্থ্যকেন্দ্রের ট্রাস্টি ডা. জাফরুল্লাহ চৌধুরী। আজ মঙ্গলবার দুপুরে সংলাপের শেষ দিকে নিজের বক্তব্য রাখার সময় তিনি এ কথা বলেন।
জাফরুল্লাহ চৌধুরী বলেন, খালেদা জিয়াকে নির্বাচন করতে দেওয়া উচিত। তাঁকে জামিন দেওয়া হচ্ছে না। খালেদার মামলার কোনো ফয়সালা হয়নি। ছয় মাস করে জামিন দেওয়া হচ্ছে উল্লেখ করে গণস্বাস্থ্যের এই ট্রাস্টি বলেন, এসব ছয় মাস-টয় মাসের খেলা বন্ধ করা উচিত। জামিন পাওয়া খালেদা জিয়ার অধিকার।