ভারতে দাম বাড়ল পেট্রল, ডিজেল ও এলপিজির
ভারতের দিল্লিসহ বিভিন্ন বড় শহরে আবারও তরল গ্যাস, পেট্রোল ও ডিজেলের দাম বাড়ানো হয়েছে।
দিল্লিবাসীকে পেট্রল ও ডিজেলের জন্য লিটারে ৮০ পয়সা এবং রান্নায় ব্যবহৃত তরল গ্যাস বা এলপিজির জন্য সিলিন্ডার প্রতি ৫০ রুপি বাড়তি গুণতে হচ্ছে বলে জানিয়েছে বার্তা সংস্থা পিটিআই।
দিল্লির সার্ভিস স্টেশনে এক লিটার পেট্রোল ৯৬ দশমিক ২১ রুপি ও ডিজেল ৮৭ দশমিক ৪৭ রুপিতে বিক্রি হয়েছে। সোমবার থেকে নতুন এই দাম কার্যকর হয়।
একদিন আগেও পেট্রোল লিটারে ৯৫ দশমিক ৪১ এবং ডিজেল ৮৬ দশমিক ৬৭ রুপি দরে বিক্রি হয়েছে। গত ডিসেম্বরে এই দাম নির্ধারণ করা হয়।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
১০ মাস আগে