![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Feconomy%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fgas-20220322143201.jpg)
খুলনা-যশোর এলাকায় দুই চুলা ১০৮০ টাকা করার সুপারিশ
জাগো নিউজ ২৪
প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১৪:৩২
দেশের খুলনা, যশোরসহ দক্ষিণ-পশ্চিমাঞ্চলের গ্রাহকদের জন্য দুই চুলার ক্ষেত্রে গ্যাসের মূল্য ১ হাজার ৮০ টাকা করার সুপারিশ করেছে কারিগরি কমিটি।
পাঁচ জেলায় গ্যাস সরবরাহকারী কোম্পানি সুন্দরবন গ্যাস কোম্পানি লিমিটেডের প্রস্তাবের বিপরীতে এ সুপারিশ করে বিইআরসি গঠিত কারিগরি কমিটি।