কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

ইসির সংলাপে ৩৯ আমন্ত্রিতের মধ্যে যোগ দিলেন ১৮ জন

www.ajkerpatrika.com নির্বাচন কমিশন কার্যালয় প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ১৩:০৪

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশনের আয়োজিত সংলাপে অতিথিরা আশানুরূপ সাড়া দেননি। এ আয়োজনে সুশীল সমাজের প্রতিনিধিদের মধ্যে ৩৯ জনকে আমন্ত্রণ করা হলেও উপস্থিত হয়েছেন মাত্র ১৮ জন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে তাঁদের নিয়ে বৈঠকে বসে নবনিযুক্ত কাজী হাবিবুল আউয়ালের নেতৃত্বাধীন কমিশন। সংলাপের শুরুতে উপস্থিত হন ১৫ জন বিশিষ্ট নাগরিক, পরে আরও তিনজন যোগ দেন। 


সংলাপে যাঁরা উপস্থিত রয়েছেন তাঁরা হলেন—গণস্বাস্থ্য কেন্দ্রের চেয়ারম্যান ড. জাফরুল্লাহ চৌধুরী, টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান, সিপিডির সম্মানিত ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য, গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস, সিপিডির সম্মানিত ফেলো ড. মোস্তাফিজুর রহমান, সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, লিডারশিপ স্টাডিজ ফাউন্ডেশনের চেয়ারম্যান ড. সিনহা এম এ সাঈদ, লেখক ও গবেষক মহিউদ্দিন আহমেদ, সাবেক সচিব আব্দুল লতিফ মন্ডল, সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাস উদ্দিন, মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক বেগম শাহীন আনাম, সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার, বাংলাদেশ ইনডিজিনিয়াস পিপলস ফোরামের সাধারণ সম্পাদক সঞ্জীব দ্রং, সেন্টার ফর আরবান স্টাডিজের (সিইউএস) চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম ও খুশী কবির। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও