এবার বিশ্বের ৩ নম্বর দাবাড়ুকে হারিয়েছে প্রজ্ঞানন্দ

কালের কণ্ঠ প্রকাশিত: ২২ মার্চ ২০২২, ০৯:২৫

চলতি বছরের ফেব্রুয়ারিতে বিশ্বের এক নম্বর দাবাড়ু নরওয়ের ম্যাগনাস কার্লসেনকে হারিয়ে চমক দেখিয়েছিল ভারতের ১৬ বছর বয়সী রমেশ প্রজ্ঞানন্দ। এবার বিশ্বের ৩ নম্বর দাবাড়ু চীনের ডিং লিরেনকে হারাল সে।  


চ্যারি়টি কাপ র‌্যাপিড দাবা প্রতিযোগিতার অষ্টম রাউন্ডে এই কীর্তি গড়েছে প্রজ্ঞানন্দ। কাকতালীয়ভাবে কার্লসেনকেও প্রতিযোগিতার অষ্টম রাউন্ডেই হারিয়েছিল সে।


অষ্টম রাউন্ডের ম্যাচে কালো গুটি নিয়ে খেলা শুরু করে প্রজ্ঞানন্দ। প্রথম থেকে কিছুটা সুবিধায় ছিলেন লিরেন। তবে সেই সুবিধা নিতে পারেননি তিনি।  


৪২তম চালে বড় ভুল করে বসেন লিরেন। প্রতিপক্ষের সেই ভুলকে কাজে লাগায় প্রজ্ঞানন্দ। সে কারণে আর কিছু করার ছিল না চীনা প্রতিযোগীর। ৪৯ চালে হার মানেন তিনি।  


লিরেনকে হারালেও তার আগে পোল্যান্ডের ডুডার কাছে হেরে যায় প্রজ্ঞানন্দ। কানাডার এরিক হ্যানসেনকে হারিয়ে ও ভারতীয় পি হরিকৃষ্ণর সঙ্গে ড্র করে অষ্টম রাউন্ডের শেষে ছয় নম্বরে রয়েছে ভারতীয় এই দাবাড়ু। প্রতিযোগিতায় এখনো সাত রাউন্ড বাকি রয়েছে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও