ন্যান্সি বললেন, ফেসবুক তো আমার ড্রইংরুম নয়
www.ajkerpatrika.com
প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৯:৪৬
নতুন করে ঘর বেঁধেছেন ন্যান্সি। বিয়ের বয়স সাত মাস। মা হতে চলেছেন। এই পরিস্থিতিতে সাংসারিক কিছু জটিলতার ভেতর দিয়ে যেতে হচ্ছিল গায়িকা ন্যান্সিকে। হাঁপিয়েই উঠেছিলেন। সব কথা, সব অভিমান, টানাপোড়েন—জড়ো করে পোস্ট করেছিলেন ফেসবুকে।
তারপর দুই দিন ধরে অনেক তোলপাড় হয়ে গেছে অনলাইনে। রটেছে, ‘ন্যান্সির এ সংসারটাও ভাঙল বলে!’ এ রকম হাজারটা হেডলাইন ঘুরেছে দুই দিন ধরে, সোশ্যাল মিডিয়ায়। বুলিংয়ের বাঁকা তির হজম করে পরের দৃশ্যেই জীবনসঙ্গী মেহেদী মহসিনকে নিয়ে হানিমুনে ন্যান্সি। ডেসটিনেশন—কক্সবাজার। ‘হানিকে নিয়ে সমুদ্রের ধারে মুন দেখতে’। ততক্ষণে আলোচিত পোস্টটি ‘অনলি মি’র হিডেন বাক্সে চালান করে দিয়েছেন গায়িকা।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস আগে
৯ মাস আগে
৯ মাস, ১ সপ্তাহ আগে