You have reached your daily news limit

Please log in to continue


আমার বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না: নুসরাত ফারিয়া

টিভি পর্দার সফল উপস্থাপক ছিলেন। এখন তিনি সিনেমার জনপ্রিয় নায়িকা। ২০১৫ সালে ‘আশিকী’ সিনেমার মাধ্যমে রূপালি জগতে পা গলান। এরপর দুই বাংলার শীর্ষ তারকাদের সঙ্গে বেশ কয়েকটি সিনেমা উপহার দিয়েছেন। পেয়েছেন তারকা খ্যাতি।

তিনি নুসরাত ফারিয়া। শোবিজের রঙিন দুনিয়ায় তারকা হলেও বাস্তব জীবনে তিনি একজন নারী। অন্য সবার মতো তার মনেও অনুভূতি আছে, নিজের একান্ত জিনিসগুলোর প্রতি একচ্ছত্র টান আছে। সে কথাই যেন স্পষ্ট করে বললেন অভিনেত্রী।

সোশ্যাল মিডিয়ায় একটি ছবি পোস্ট করেছেন ফারিয়া। সেখানে তিনি জিনস ও টপ পরে আছেন। খোলা চুল দুই বাহু হয়ে নেমে এসছে সামনে। হাত দু’খানি রেখেছেন মাথায়।

ছবিটির ক্যাপশনে নুসরাত ফারিয়া লিখেছেন, ‘আমি একজন মেয়ে। আমার চুল, মুখ, মোবাইল কিংবা বয়ফ্রেন্ডকে স্পর্শ করবে না’।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন