You have reached your daily news limit

Please log in to continue


কাজলের ভালোবাসা পাওয়া প্রদীপ আর্মিতে চাকরি পাচ্ছে

প্রদীপ মেহরা। মাত্র ১৯ বছরের এই কিশোর এখন গোটা ভারতের সম্মান পাচ্ছে। ভারতবাসী হৃদয় নিংড়ানো ভালোবাসা জানাচ্ছে এই কিশোরকে। কিশোরের দাবি তার বয়স ১৯, কিন্তু দেখতে আরো কম লাগে।

 

ম্যাকডোনাল্ডসে কাজ করে প্রদীপ। প্রতিদিন দৌঁড়ে এসে কাজে যোগ দেয়, আবার মধ্যরাতে দৌঁড়েই বাসায় ফেরে। বাসায় ফিরেই রান্না শুরু করে, কারণ বড় ভাই রাতের শিফটে কাজ করে।   প্রদীপ রান্না করলেই তবে খেতে পারবে। বাসায় শুধুই মা রয়েছেন কিন্তু অসুস্থ থাকায় তিনি হাসপাতালে ভর্তি।

 

দুই একদিন আগের ঘটনা। ঘটনাটা ঠিক মধ্যরাতের। এক কিশোরকে দৌঁড়ে যেতে দেখছিলেন বলিউডের চলচ্চিত্র নির্মাতা বিনোদ কাপড়ি। তখন তিনি গাড়িতে। ছেলেটাকে অনুসরণ করলেন। একসময় জিজ্ঞেসে করলেন যে সে দৌঁড়াচ্ছে কেন? জানালো সে এভাবেই দৌঁড়ে বাসায় ফেরে। ম্যাকডোনাল্ডসে কাজ শেষ হলে ১০ কিলোমিটার দৌঁড়ে বাসায় যায়। আবার সকালেও একইভাবে বাসা থেকে কাজের স্থানে আসে প্রদীপ।  

 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন