চীনে ১৩৩ আরোহী নিয়ে উড়োজাহাজ বিধ্বস্ত

প্রথম আলো চীন প্রকাশিত: ২১ মার্চ ২০২২, ১৫:৪২

চীনের ইস্টার্ন এয়ারলাইনসের একটি যাত্রীবাহী উড়োজাহাজ ১৩৩ জন আরোহী নিয়ে বিধ্বস্ত হয়েছে।


দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে অজ্ঞাতসংখ্যক আরোহী হতাহত হয়েছেন। রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম সিসিটিভির বরাত দিয়ে আজ সোমবার এসব কথা জানিয়েছে আল-জাজিরা।


সিসিটিভি জানায়, গুয়ানসি অঞ্চলের উঝোউ শহরের প্রত্যন্ত অঞ্চলে বোয়িং-৭৩৭ উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এতে দুর্ঘটনাস্থলে অগ্নিকুণ্ডলী দেখা যায়। দুর্ঘটনাস্থলে উদ্ধারকারী দল পাঠানো হয়েছে।


বিবিসি জানায়, পাহাড়ি অঞ্চলে উড়োজাহাজটি বিধ্বস্ত হয়। এমইউ-৫৭৩৫ ফ্লাইটটি স্থানীয় সময় বেলা ১টায় কুনমিং থেকে গুয়ানঝোউর উদ্দেশে ছেড়ে যায়। এরপর ফ্লাইট ট্র্যাকার ফ্লাইটরাডার-২৪ উড়োজাহাজটির অবস্থান ‘অজ্ঞাত’দেখায়।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও