![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fpolitics%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Falal-20220321140740.jpg)
দেশ রক্ষায় আন্দোলনই শেষ পথ: আলাল
বিএনপির যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল বলেছেন, দেশকে রক্ষা করতে হলে আন্দোলন ছাড়া কোনো পথ নেই।আন্দোলনই শেষ পথ।
তিনি বলেন, আমরা আন্দোলন করছি সেই আন্দোলনকে আরও বেগবান করতে হবে। আর ঐক্যবদ্ধ আন্দোলন করতে পারলে সফল হওয়া যাবে, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে। নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম কমে যাবে।
সোমবার (২১ মার্চ) জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে মুক্তিযোদ্ধা দলের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সুচিকিৎসা ও নিঃশর্ত মুক্তির দাবিতে ‘মুক্তিযুদ্ধের প্রত্যাশা ও আজকের বাংলাদেশ এবং চলমান রাজনৈতিক সংকট উত্তরণে করণীয়’ শীর্ষক এ আলোচনা সভায় আয়োজন করা হয়।
আলাল বলেন, এ আওয়ামী লীগ সরকারকে বোঝাতে হবে স্বাধীনতার ঘোষক রণাঙ্গনের মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান। আওয়ামী লীগ মুক্তিযোদ্ধার দল নয়। দেশে যে আন্দোলন চলছে তা বাস্তবে রূপ দিতে হবে। এর বাইরে আর দ্বিতীয় কোনো কথা থাকতে পারে না। দেশ রক্ষায় আন্দোলন ছাড়া কোনো পথ নেই। আন্দোলনই শেষ পথ।