বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন উদ্যোক্তারা
অর্থায়ন ও পণ্যের বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন দেশের ক্ষুদ্র ও মাঝারি শিল্প (এসএমই) খাতের উদ্যোক্তারা। বিশেষ করে পণ্যের বাজারজাতকরণের ঘাটতি নারী উদ্যোক্তাদের জন্য প্রধান একটি বাধা।
গতকাল রোববার এসএমই খাতের ক্রেতা-বিক্রেতা সম্মিলনের উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা এ কথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ে পর্যটন ভবনে ষষ্ঠবারের মতো দিনব্যাপী এ সম্মিলনের আয়োজন করে এসএমই ফাউন্ডেশন।
অনুষ্ঠানে শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার বলেন, উদ্যোক্তাদের সহজ শর্তে ঋণ ও প্রশিক্ষণ দিয়ে কর্মসংস্থান বাড়ানোর লক্ষ্য অর্জনে ভূমিকা রাখছে এসএমই ফাউন্ডেশন। তবে করোনাভাইরাসের ক্ষতি কাটিয়ে উঠতে উদ্যোক্তাদের জন্য সহজ শর্তে আরও ঋণ প্রয়োজন। এ জন্য এসএমই ফাউন্ডেশনের অনুকূলে নিয়মিত অর্থ বরাদ্দ করা উচিত।
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন অধ্যাপক মো. মাসুদুর রহমান বলেন, পুঁজি ও পণ্যের বাজার সংযোগের অভাবে পিছিয়ে পড়েন দেশের এসএমই উদ্যোক্তারা। সেই সঙ্গে তাদের পণ্যের ন্যায্য দাম নিশ্চিত করাও বড় চ্যালেঞ্জ। এসব সমস্যা সমাধানে কাজ করছে এসএমই ফাউন্ডেশন।
- ট্যাগ:
- ব্যবসা ও অর্থনীতি
- উদ্যোক্তা
- পিছিয়ে পড়া