রাশিয়ায় ‘যুদ্ধবিরোধী’ কথা বললেই চাকরি নেই
রাশিয়ায় মস্কোর একটি স্কুলে ভূগোলের শিক্ষক কামরান মানাফ্লাই। ২৮ বছর বয়সী এই শিক্ষক রাশিয়া-ইউক্রেন যুদ্ধ নিয়ে নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে একটি পোস্ট দিয়েছিলেন। নিজের একান্ত মত জানিয়ে দেওয়া ওই পোস্টে রাশিয়ার সমালোচনা রয়েছে। কেবল এই কারণেই চাকরি হারাতে হয়েছে কামরানকে।
বিবিসি অনলাইনের প্রতিবেদনে বলা হয়েছে, শুধু কামরান নয়, রাশিয়ায় যুদ্ধবিরোধী কোনো কথা বললে বা কোনো মত ইউক্রেনের পক্ষে গেলেই চাকরি হারাতে হচ্ছে। সেন্ট্রাল মস্কোতে স্কুলে শিক্ষকদের এক বৈঠকে শিক্ষকদের নির্দেশনা দেওয়া হয়, ইউক্রেন পরিস্থিতি নিয়ে শিক্ষার্থীদের জানাতে হবে সরকারি অবস্থান থেকে কিছুতেই বিচ্যুত হওয়া যাবে না।