চলন্ত ট্রেনের নীচে মানুষ! RPF এর তৎপরতায় বাঁচল জীবন
Viral Video চলন্ত ট্রেনের নীচে মানুষ। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিয়ো ব্যাপক Viral হয়েছে। সেই ভিডিয়োতে দেখা যাচ্ছে যে, একটি স্টেশন দিয়ে একটি ট্রেন যাচ্ছে। আচমকা সেই ট্রেন থেকে এক ব্যক্তি নামতে গিয়ে পড়ে যায়। ওই ব্যক্তি সেই চলন্ত ট্রেনের নীচে যাওয়ার আগেই এক RPF জওয়ান ছুটে এসে বাঁচায় ওই ব্যক্তিকে। পুরো ঘটনাটি এত তাড়াতাড়ি ঘটে যায় যে, সকলেই অবাক তা দেখে। ওই ব্যক্তি যেন মৃত্যুর হাত থেকে ফিরে এল। RPF জওয়ানের তৎপরতায় বেঁচে গিয়েছে ওই ব্যক্তির জীবন। এক নজরে দেখে নিন Viral হওয়া সেই ভিডিয়ো।
সোশ্যাল মিডিয়ায় Viral হওয়া সেই ভিডিয়ো শেয়ার করা হয়েছে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম ট্যুইটারে। সেন্ট্রাল রেলওয়ে (Central Railway) তাদের অফিসিয়াল ট্যুইটারে প্রোফাইলে শেয়ার করেছে Viral হওয়া সেই ভিডিয়ো। ঘটনাটি ঘটেছে মুম্বাইয়ের ওয়াডলা (Mumbai, Wadala) স্টেশনে। RPF এর কন্সটেবল Netrapal Singh নিজের জীবনের ঝুঁকি নিয়ে বাঁচায় ওই ব্যক্তির প্রাণ। পুরো ঘটনাটি ধরা পড়েছে রেলের সিসিটিভি ক্যামেরায়। এরপর সেই ভিডিয়ো সেন্ট্রাল রেলওয়ের তরফে শেয়ার করা সকলকে সতর্ক করে দেওয়ার জন্য। এমন একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় Viral হয়েছে ঝড়ের গতিতে।
- ট্যাগ:
- জটিল
- ভাইরাল
- চলন্ত ট্রেন
- ভাইরাল ভিডিও