ছবি তোলার সময় সঠিক অ্যাপারচার সেট করবেন কীভাবে? জানুন

eisamay.com প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ২০:০৯

আমাদের মধ্যেই অধিকাংশই ছবি তুলতে পছন্দ করি। বিভিন্ন ধরনের ছবি তুলে নিজেদের গ্যালারি ভর্তি করাই অনেকের নেশা। কিন্তু ছবি তোলার কিছু খুঁটিনাটি বিষয় রয়েছে। যা আমাদের মধ্যে হয়তো অনেকেই জানেন না। ক্যামেরার মধ্যে থাকে ম্যানুয়াল সেটিংস এবং অটোমেটিক সেটিং। অটো মোডে ক্যামেরা নিজের মতো পুরো বিষয়টি বুঝে ছবি তোলে। কিন্তু ম্যানুয়ালে ফটোগ্রাফারকে পুরো বিষয়টি বুঝতে হয়। কোথায় কোন সেটিংসে ছবি তুলবেন তা বুঝতে হবে চিত্র গ্রাহককেই। সেই সেটিংসেই রয়েছে অ্যাপারচার। যা ছবির গুরুত্বই বদলে দেবে। এই প্রতিবেদনে জেনে নিন অ্যাপাচারের খুঁটিনাটি-


ছবি তোলার সময় শাটার স্পিড ও ISO-র সঙ্গে গুরুত্বপূর্ণ সঠিক অ্যাপারচার বেছে নেওয়া। তবে সঠিক এক্সপোজারের জন্য একমাত্র মাপকাঠি অ্যাপারচার নয়। তবে ছবি দেখতে কেমন হবে তা অনেকটা নির্ভর করে অ্যাপারচারের উপর। এই প্রতিবেদনে সঠিক অ্যাপারচার বেছে নেওয়ার উপায় জেনে নিন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও