![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fentertainment%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Ffilm-20220319185847.jpg)
‘বসন্ত বিকেল’ মুক্তি পাবে ২০ মে
ঢাকাই সিনেমার চিত্রনায়ক শিপন মিত্র ও নবাগত চিত্রনায়িকা শাহ হুমায়রা সুবাহ জুটির প্রথম সিনেমা ‘বসন্ত বিকেল’। সিনেমাটি মুক্তি পাবে আগামী ২০ মে।
আজ বিকেল ৬টায় বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফিডিসির) সংবাদ সম্মেলনে প্রযোজক সামসুজ্জামান রিমন মুক্তির তারিখ ঘোষণা করেন।