You have reached your daily news limit

Please log in to continue


রেহানার যে সংলাপ শুনে কেরালার হাজার দর্শক হাততালি দিলেন

রেহানা সিনেমার কারণে বিশ্বের বিভিন্ন দেশ থেকে নানা রকম অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন সিনেমাটির অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এবার ভারতের কেরালা উৎসবে অংশ নিয়ে ক্যারিয়ারে বিশেষ এক অভিজ্ঞতা অর্জন করলেন। কেরালার দর্শক, সমালোচক ও আয়োজকদের আতিথেয়তা, সংস্কৃতি তাঁকে আপন করে নিয়েছিল। গতকাল শুক্রবারের সন্ধ্যাটি তাঁর জীবনে বিশেষ হয়ে থাকবে।

বাংলাদেশের কোনো সিনেমা দিয়ে এবারই প্রথম শুরু হয়েছে ২৬তম আন্তর্জাতিক কেরালা চলচ্চিত্র উৎসব। এই উৎসবে যোগ দিতে গতকালই কেরালায় পৌঁছান বাঁধন। পরে দর্শকদের সঙ্গে সিনেমাটি দেখেন। কেরালা থেকে এই অভিনেত্রী বলেন, ‘কেরালার দর্শক রেহানাকে এতটা সম্মান দেবেন, ভাবতেই পারিনি। এটা সাউথ এশিয়ার বড় একটি উৎসব। সেখানে ওপেনিং সিনেমা রেহানা। পুরো সিনেমা প্রদর্শিত হয়েছে খোলা জায়গায়। শুনেছি সেখানে তিন হাজারের বেশি দর্শক, সমালোচক ও অন্যরা উপস্থিত ছিলেন। বাংলাদেশের কালচারের একটি সিনেমাকে এভাবে ভিন্ন দেশের কালচারের মানুষের ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। এতটা কষ্ট করে এসেছি, সেটা সার্থক হয়েছে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন