নিয়মিত আঙুরের রস খাওয়া কি ঠিক?
সমকাল
প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১৫:১৬
আঙুর অনেকেরই পছন্দের ফল। সরাসরি চিবিয়ে খাওয়া ছাড়াও অনেকেই আজকাল সকালে আঙুরের রস পান করেন । আপাত ভাবে টাটকা ফলের রস পান করা শরীরের পক্ষে ভাল হলেও, নিয়মিত আঙুরের রস পান করা ঠিক কি না, তা জানেন না অনেকেই। আঙুরের রস পানে যেসব উপকারিতা মেলে-
হৃৎপিণ্ডের স্বাস্থ্যরক্ষায়: আঙুরের রসে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিড্যান্ট থাকে, যা হৃৎপিণ্ড ভাল রাখতে সাহায্য করে। পাশাপাশি, আঙুরের রসে থাকে ‘ফ্ল্যাভিনয়েড’ জাতীয় উপাদান হৃৎপিণ্ডের প্রদাহ ও রক্তনালীর ভিতরে জমে থাকা বিভিন্ন রকমের ক্ষতিকর পদার্থ কমাতে সাহায্য করে। এমনকি, আঙুরের রস ক্ষতিকর কোলেস্টেরলের মাত্রা কমাতে ও ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতেও সাহায্য করে।
- ট্যাগ:
- লাইফ
- স্বাস্থ্য উপকারিতা
- আঙুর
- রস সংগ্রহ