নিজের যত্ন নিতে গিয়ে আর্থিক বিপর্যয় এড়াতে করণীয়
বিডি নিউজ ২৪
প্রকাশিত: ১৯ মার্চ ২০২২, ১০:০৭
যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার ‘সার্টিফায়েড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট (সিপিএ)’ জ্যাকলিন স্ট্রাউস রিয়েলসিম্পল ডটকম’য়ে প্রকাশিত প্রতিবেদনে বলেন, “পেশার খাতিরে আমি অসংখ্য মানুষের কথা জানি যারা বিলাসবহুল প্রসাধনী ব্যবহার করে নিজেদের যত্ন নেন। মানসিক অবস্থা ভালো রাখতে তারা দেশ বিদেশে কেনাকাটা করেন, ব্যয়বহুল স্থানে বেড়াতে যান।”
মানসিক শান্তি এখন মানুষের কাছে অনেক গুরুত্বপূর্ণ। তবে তা অর্জনের আরও অনেক উপকারী উপায় আছে। যেমন- অর্থ সঞ্চয় করা, সঞ্চিত অর্থ সঠিকভাবে ব্যবহারের দক্ষতা বাড়াতে সহায়তা কারবে এমন কোনো সরঞ্জামের পেছনের খরচ করা ইত্যাদি।
স্ট্রাউস পরামর্শ দেন যে, “আর্থিক এবং মানসিক স্বস্তির জন্য গুরুত্বপূর্ণ আর্থিক কাগজপত্র ডিজিটাল ডিভাইসগুলোতে সংরক্ষণ করতে পারেন। এজন্য অনেক অ্যাপ এখন পাওয়া যায়।”
- ট্যাগ:
- লাইফ
- আর্থিক ক্ষতি
- যত্নবান
- মানসিক চাপ
- আর্থিক সংকট