কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

‘বাংলা ভাষাভাষীদের দেখানো জরুরি মনে করি’

প্রথম আলো প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১৮:৩৩

২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে নূরুল আলম আতিকের ‘লাল মোরগের ঝুঁটি’ দেশের বেশ কয়েকটি মিলনায়তনে প্রদর্শিত হবে। ২৩ মার্চ জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, ২৫ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় ও ২৬ মার্চ রাজবাড়ী, ফরিদপুরের বিভিন্ন মিলনায়তনে দেখা যাবে ছবিটি। এর আগে বাংলা ভাষার সিনেমা উৎসবে গত ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শিত হয়।


দেশের বিভিন্ন জায়গায়, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শিত হওয়ায় খুশি নূরুল আলম আতিক। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের প্রেক্ষাপট নিয়ে নির্মিত এই ছবি নতুন প্রজন্মের জন্য শিক্ষণীয়। কিন্তু নতুন প্রজন্মের অনেকেই এখন সিনেমা হলমুখী হন না। তা ছাড়া সিনেপ্লেক্সে চড়া দামে টিকিট কেটে ছাত্রদের সিনেমা দেখার আগ্রহও নেই। বিকল্প হিসেবে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি দেখার ব্যবস্থা করার সুযোগ হলে মন্দ হয় না।’


এই পরিচালকের কথা, সিনেমাটি মুক্তির পর থেকেই তাঁর ইচ্ছা ছিল বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয়ে সিনেমাটি প্রদর্শন করা, সশরীর সেসব জায়গায় যাওয়া, ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলা। বলেন, ‘নিজের সামর্থ্য না থাকার কারণে সম্ভব হচ্ছে না। এখন যাঁরা নিজ ইচ্ছায় ছবিটি নিচ্ছেন, সেখানে দেখানোর সুযোগ করে দিচ্ছি আমরা। স্বাধীনতা দিবস উপলক্ষে বেশ কয়েকটি বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরা ছবিটি দেখার জন্য আগ্রহী হয়েছেন। এটি আমরা যাঁরা সিনেমাটির সঙ্গে সংশ্লিষ্ট, তাঁদের জন্য একটা সুখবর।’ তিনি আরও বলেন, ‘সিলেট থেকেও ছবিটি প্রদর্শনীর জন্য আমাদের সঙ্গে যোগাযোগ করছেন। আশা করছি, এভাবে একদিন দেশের বেশির ভাগ জেলা, বিশ্ববিদ্যালয় ছবিটি নিয়ে যেতে পারব।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও