You have reached your daily news limit

Please log in to continue


জনসচেতনতা ও গবেষণা না বাড়লে হৃদরোগের বিস্তার রোধ কঠিন

বিশ্বব্যাপী এখন মৃত্যুর সর্বপ্রধান কারণ হয়ে দাঁড়িয়েছে হৃদরোগ। বাংলাদেশেও হৃদরোগে আক্রান্তের সংখ্যা দিনদিন বেড়েই চলেছে। জনগণের মাঝে হৃদরোগ বিষয়ক সচেতনতা এবং প্রাতিষ্ঠানিক স্তরে হৃদরোগ বিষয়ক গবেষণা বাড়াতে না পারলে সামগ্রিকভাবে এই রোগের বিস্তার রোধ অসম্ভব হয়ে দাঁড়াবে।

হৃদরোগ বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন 'আইপিডিআই কার্ডিওকন-২০২২' এ প্রধান অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) অধ্যাপক ডা. আব্দুল মালিক এ মন্তব্য করেন। আজ শুক্রবার রাজধানীর সোনারগাঁও-এ আইপিডিআই ফাউন্ডেশন এ সম্মেলনের আয়োজন করে।

ফাউন্ডেশনের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবদুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য এবং সংসদ সদস্য অধ্যাপক ডা. প্রাণ গোপাল দত্ত এবং এটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। দেশের বিশিষ্ট হৃদরোগ বিশেষজ্ঞদের মধ্যে উপস্থিত ছিলেন অধ্যাপক ডা. মীর জামাল উদ্দিন, অধ্যাপক ডা. আফজালুর রহমান, অধ্যাপক ডা. এম‌ মোমিনুজামান অধ্যাপক ডা. সজল কৃষ্ণ ব্যানার্জি প্রমুখ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন