দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সরকার তৎপর আছে : হানিফ

এনটিভি কুষ্টিয়া প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১৪:৪৫

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ এমপি বলেছেন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে আনতে সরকার তৎপর রয়েছে। এরই মধ্যে নানা পদক্ষেপ নেওয়া হয়েছে। মনিটরিং টিম মাঠে আছে। খুব দ্রুতই এ অবস্থার নিরসন হবে।


আজ শুক্রবার সকালে কুষ্টিয়ায় নিজ বাসভবনে সমসাময়িক রাজনৈতিক পেক্ষাপট নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে হানিফ এসব কথা বলেন।


মাহবুবউল আলম হানিফ এমপি বলেন, ‘দ্রব্যমূল্য নিয়ে সরকার যথেষ্ট উদ্বিগ্ন। মনিটরিং টিম দিয়ে মার্কেট সুপারভাইস করা হচ্ছে। এরই মধ্যেই যারা অসাধু চিন্তা-চেতনা নিয়ে পণ্য মজুদ করার চেষ্টা করেছিল, তাদের কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে।’


হানিফ বলেন, ‘ভোজ্যতেলসহ অনেক পণ্যসামগ্রী মজুদ থেকে জব্দ করা হয়েছে। তাতে দেখা যাচ্ছে, বাজার আস্তে আস্তে কিছুটা নিয়ন্ত্রণে চলে এসেছে।’


আওয়ামী লীগের এ নেতা বলেন, ‘আমাদের বিশ্বাস, বর্তমানে যে অস্থিতিশিল অবস্থা বাজারে দেখা যাচ্ছে, এটা থাকবে না। খুব তাড়াতাড়ি এর নিরসন হবে।’


হানিফ আরও বলেন, ‘বিএনপি নেতারা আসলে দিশেহারা হয়ে পড়েছে। মানসিক ভাবে তাঁরা অনেকেই এখন ভরসাম্য হারিয়ে ফেলছেন বলে মনে হয়। তাঁদের অসংলগ্ন কথাবার্তায় এটা বোঝা যায়।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও