‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র গানে প্যারিসের রাস্তায় নেচে ভাইরাল যুবতী

eisamay.com প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ১৪:০৩

Viral Video বলিউডের সিনেমার গানের নাচ প্যারিসের (Paris) রাস্তায়। কিছুদিন আগে মুক্তি পেয়েছে আলিয়া ভাট (Alia Bhatt) অভিনীত বলিউডের সিনেমা ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ (Gangubai Kathiawadi)। এই সিনেমা প্রবল জনপ্রিয় হয়েছে। একই সঙ্গে সকলের নজর কেড়েছে এই সিনেমার 'ধোলিদা' (Dholida) গানে আলিয়ার অসামান্য পারফর্মেন্স। সম্প্রতি আলিয়ার সেই 'ধোলিদা' গানে নেচেই সোশ্যাল মিডিয়ায় Viral হয়েছে তিন যুবতী। প্যারিসের রাস্তায় তাদের নাচের ভিডিয়ো সকলের নজর কেড়েছে। আইফেল টাওয়ারের (Eiffel Tower) সামনে বলিউডের সিনেমা ‘গঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’র 'ধোলিদা' গানে নেচে সবাইকে চমকে দিয়েছে ওই তিন যুবতী। এক নজরে দেখে নিন Viral হওয়া সেই ভিডিয়ো।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে