You have reached your daily news limit

Please log in to continue


শবে বরাতের ইবাদত-বন্দেগি

আজকের রাতটি মুসলমানদের কাছে শবে বরাত বা লাইলাতুল বরাত হিসেবে পরিচিত। হিজরি সনের অষ্টম মাসের ১৪ তারিখ দিবাগত রাত এটি। সে হিসেবে আজ অনুষ্ঠিত হতে যাচ্ছে শবে বরাত। মুমিনগণ এ রাতকে বিশেষ ফজিলতপূর্ণ মনে করেন। তাই এ রাতে তারা ইবাদত-বন্দেগিতে মশগুল থাকেন।

রাসুলুল্লাহ সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এ রাতে অনেক ইবাদত-বন্দেগি করতেন। তবে এ রাতের নির্দিষ্ট কোনো ইবাদত নেই। বিশ্বনবি হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের কিছু আমল বিশেষ ইবাদত হিসেবে গণ্য হয়। সে আলোকে এ রাতের কিছু আমল তুলে ধরা হলো-

>> নফল নামাজ পড়া
এ রাতে দীর্ঘ (কেরাতে) তেলাওয়াতে নফল নামাজ পড়া। অর্ধ শাবানের রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বেশি বেশি নফল নামাজ পড়তেন। হাদিসে এসেছে-
হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, এক রাতে রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ঘুম থেকে উঠে নামাজে দাঁড়িয়ে গেলেন এবং সেই নামাজে এতো দীর্ঘ সময় তিনি সেজদায় ছিলেন যে, আমার সন্দেহ হচ্ছিল তিনি ইন্তেকাল করেছেন কি না। আমি উঠে গিয়ে তার বৃদ্ধাঙুলি নাড়া দিলাম। আঙুলটি নড়ে উঠল। আমি নিশ্চিত হলাম তিনি বেঁচে আছেন। এরপর আমি আপন স্থানে ফিরে এলাম। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম সেজদা থেকে মাথা উঠালেন এবং নামাজ শেষ করে এক পর্যায়ে বললেন, হে আয়েশা! তুমি কি ভেবেছ যে, আল্লাহর নবী তোমার উপর কোনো অবিচার করেছে? আমি বললাম, হে আল্লাহর রাসুল! আমি এমন কিছুই ভাবিনি। আমি বরং আপনাকে দীর্ঘ সময় সেজদায় দেখে ভয় পাচ্ছিলাম যে, আপনাকে আল্লাহ পাক উঠিয়ে নিলেন কি না! রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, তুমি কি জানো আজকের রাতটি কোন রাত? আমি বললাম, আল্লাহ ও তার রাসুলই ভালো জানেন। রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বললেন, রাতটি শাবানের পঞ্চদশ রজনী। এতে মহান প্রভু তার বান্দাদের উপর বিশেষ দৃষ্টি দেন। ক্ষমাপ্রার্থীদের ক্ষমা করে দেন। রহমতপ্রার্থীদের রহমত দান করেন। অপরদিকে পরশ্রীকাতর ব্যক্তিদের আপন অবস্থায় ছেড়ে দেন। (শুয়াবুল ঈমান, আত তারগীব)

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন