বর্শা দিয়ে শাহাদতের বুকে আঘাত করেন আমির হামজা: প্রত্যক্ষদর্শীর বয়ান
দেশের সর্বোচ্চ বেসামরিক সম্মান স্বাধীনতা পুরস্কার পাওয়া মো. আমির হামজা ছিলেন ৪৪ বছর আগে সংঘটিত একটি খুনের মামলার আসামি। ১৯৭৮ সালে মাগুরার শ্রীপুর উপজেলার বরিশাট গ্রামে ওই হত্যাকাণ্ড ঘটে। ওই মামলার রায়ে আমির হামজাসহ ৬ জনের যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়।
যাবজ্জীবন সাজাপ্রাপ্তদের মধ্যে একজন হচ্ছেন আফজাল মোল্লা। তার ভাই রেজাউল হক মোল্লা ওই হত্যাকাণ্ডের একজন প্রত্যক্ষদর্শী। তিনি দ্য ডেইলি স্টারের কাছে সে দিনের ঘটনার বর্ণনা দিয়েছেন।
রেজাউলের বর্ণনা অনুসারে, সেদিন সকালে গবাদি পশুর দ্বারা ফসলের খেত নষ্ট হওয়াকে কেন্দ্র করে আমির হামজার সঙ্গে খুনের শিকার শাহাদত হোসেনের বাকবিতণ্ডা হয়। এ সময় আমির হামজা বর্শা দিয়ে শাহাদতের বুকে আঘাত করেন। আমির হামজার ভাই গোলাম রব্বানীও শাহাদতের পেটে ছুরি মারেন। এরপর স্থানীয়রা শাহাদতকে ঘটনানস্থল থেকে বাড়িতে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যে তিনি মারা যান।