৯ হাজার কোটি টাকার গ্যাস বিল বকেয়া
বেড়েই চলেছে গ্যাসের বকেয়া। গত জানুয়ারি পর্যন্ত ছয় গ্যাস বিতরণ কোম্পানির ৯ হাজার ২৭৫ কোটি ৫৫ লাখ টাকা বকেয়া পড়েছে গ্রাহকের কাছে। গ্যাস বিল আদায় করতে হিমশিম দশা এখন বিতরণ কোম্পানির। বিল আদায়ে এবার জেনারেল ম্যানেজারদের (জিএম) মাঠে নামার নির্দেশ দিয়েছে জ্বালানি বিভাগ। কোনও কারণে বিল আদায়ে ব্যর্থ হলে কর্মকর্তাদের এসিআর (সরকারি চাকরির গোপনীয় প্রতিবেদন) আটকে যেতে পারে।
জ্বালানি বিভাগ সূত্র বলছে, চলতি বছরের জানুয়ারি পর্যন্ত ছয় কোম্পানির মোট বকেয়ার পরিমাণ ৯ হাজার ২৭৫ কোটি ৫৫ লাখ টাকা। এর মধ্যে তিতাস গ্যাস ট্রান্সমিশন ও ডিস্ট্রিবিউশন কোম্পানির বকেয়ার পরিমাণ সবচেয়ে বেশি, ৬ হাজার ৬৩৯ কোটি ৫৭ লাখ টাকা। এরপরে আছে বাখরাবাদ গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের ৮১৫ কোটি ৫০ লাখ টাকা, কর্ণফুলী গ্যাস ডিস্ট্রিবিউশন কোম্পানির ৮০৫ কোটি ৯৭ লাখ, জালালাবাদ গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানির ৭৩৯ কোটি ৪ লাখ টাকা, সুন্দরবন গ্যাস কোম্পানির ১৭৬ কোটি ৩৬ লাখ এবং পশ্চিমাঞ্চল গ্যাস কোম্পানির ৯৯ কোটি ২ লাখ টাকা।