![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fwww.jagonews24.com%2Fog-image%2Fsports%3Ffile%3Ddefault%26imgPath%3D2019November%2Fpak-20220318092741.jpg)
৩৫ বছরের আফ্রিদিকে দলে ডাকলো পাকিস্তান
অস্ট্রেলিয়ার বিপক্ষে আসন্ন তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ও একমাত্র টি-টোয়েন্টির জন্য স্কোয়াড ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। যেখানে প্রথমবারের মতো ডাক পেয়েছেন ৩৫ বছর বয়সী বাঁহাতি স্পিনিং অলরাউন্ডার আসিফ আফ্রিদি ও তরুণ উইকেটরক্ষক ব্যাটার মোহাম্মদ হারিস।
প্রায় ১৪ বছর ধরে পাকিস্তানের ঘরোয়া ক্রিকেটে খেলছেন আসিফ আফ্রিদি। প্রথম শ্রেণির ক্রিকেটে ৩৫ ম্যাচে এক সেঞ্চুরিতে ১৩০৩ রানের পাশাপাশি নিয়েছেন ১১৮টি উইকেট। কুড়ি ওভারের ঘরোয়া ক্রিকেটে ৫৯ ম্যাচে ৪২৭ রানের সঙ্গে তার নামের পাশে আছে ৫৩টি উইকেট।