তাঁর প্রতিক্রিয়া দারুণ ছিল

প্রথম আলো প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৯:১৪

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ছবি মুজিব এখন মুক্তির অপেক্ষায়। তবে মুক্তির তারিখ এখনো ঘোষণা করা হয়নি। ছবিটি পরিচালনা করছেন ভারতের খ্যাতনামা পরিচালক শ্যাম বেনেগাল। বাংলাদেশ–ভারত যৌথ প্রযোজনায় ছবিটি নির্মিত হয়েছে। শ্যাম বেনেগালের সঙ্গে একান্ত সাক্ষাৎকার নিয়েছেন প্রথম আলোর মুম্বাই প্রতিনিধি দেবারতি ভট্টাচার্য। তাতে উঠে এসেছে এই ছবিকে ঘিরে নানা কথা।


ছবিটির নাম বদলে ফেলে যে ‘মুজিব’ রাখা হলো, এর কারণ কী?


আসলে ‘মুজিব’ মানে তো ‘যিনি জবাব দেন’। তাই এর চেয়ে ভালো নাম আর কী হতে পারে।


বলিউডে অসংখ্য বাঙালি অভিনয়শিল্পী আছেন। কিন্তু তা সত্ত্বেও এ ছবির প্রায় সব অভিনেতা–অভিনেত্রীই বাংলাদেশের। এর কারণ কী?


প্রায় কেন? পুরোটাই বলতে পারেন। ছোটখাটো কিছু চরিত্রের জন্য ভারতের অভিনয়শিল্পী নিয়েছি। ছবিটা বাংলায় তৈরি করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশের রাষ্ট্রভাষা বাংলা। বাংলাদেশের শিল্পীদের এই ছবির সঙ্গে অনেক বেশি আবেগ জড়িয়ে থাকবে। তাই আমাদের মনে হয়েছে, বাংলাদেশের অভিনয়শিল্পীদের নেওয়াই সঠিক সিদ্ধান্ত।


বঙ্গবন্ধুর সঙ্গে বাংলাদেশের মানুষের সম্পর্ক গভীর আবেগের। তাই এই ছবিকে ঘিরে প্রত্যাশাও থাকবে প্রচুর। একজন পরিচালক হিসেবে সে প্রত্যাশা পূরণ করা কতটা কঠিন ছিল?


এখানে বড় প্রশ্ন হলো, কতটা ভালোভাবে আপনি ছবিতে বিষয়টা তুলে ধরতে পেরেছেন। আমি মনে করি, আমরা সেটা করতে পেরেছি। আমরা যথেষ্ট ভালোভাবে কমিউনিকেট করেছি। আশা করছি, কোনো সমস্যা হবে না।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও