গ্যালাতাসারের বিপক্ষে জয়ে শেষ আটে বার্সা
চ্যানেল আই
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৮:৫৫
উয়েফা ইউরোপা লিগে শেষ ষোলোর দ্বিতীয় লেগের ম্যাচে জয় তুলেছে স্প্যানিশ জায়ান্ট ক্লাব বার্সেলোনা। গ্যালাতাসারেকে ২-১ ব্যবধানে হারিয়ে কোয়ার্টার নিশ্চিত করেছে জাভি হার্নান্দেজের দল।
গ্যালাতাসারের ঘরের মাঠ নেফ স্টেডিয়ামে শুরুতে মানিয়ে নিতে কিছুটা বেগ পেতে হয়েছে কাতালানদের। সেই সুযোগে ম্যাচের ২৮ মিনিটে কর্নার কিক থেকে দারুণ হেডে গ্যালাতাসারেকে উল্লাসের মুহূর্ত এনে দেন মার্কোস দো নাসিমেন্টো তেইক্সেইরা।