ভর্তুকি মূল্যে খাদ্য, যেভাবে নির্বাচিত হবে এক কোটি পরিবার
বাংলা ট্রিবিউন
ট্রেন্ডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) কার্যালয়, তেজগাঁও
প্রকাশিত: ১৮ মার্চ ২০২২, ০৯:০১
প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আসছে রমজানকে সামনে রেখে ফ্যামিলি কার্ডে দেশের এক কোটি পরিবারকে টিসিবির ভর্তুকি মূল্যে খাদ্য সহায়তা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। রাজধানী ঢাকা ছাড়া আগামী রবিবার (২০ মার্চ) আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনস্থ সরকারি বাজার নিয়ন্ত্রণকারী সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ-টিসিবি। ইতিমধ্যেই টিসিবি প্রস্তুতি চূড়ান্ত করেছে। চূড়ান্ত করা হয়েছে এক কোটি পরিবার- যারা এই সহায়তা পাচ্ছেন।
টিসিবি সূত্র জানিয়েছে, ঢাকায় অনেক ভাসমান মানুষ রয়েছে, তাই তাদের এই ফ্যামিলি কার্ডের আওতায় আনা যাচ্ছে না। কিন্তু ঢাকার বাইরে করোনার সময় যারা প্রণোদনা হিসেবে প্রধানমন্ত্রীর দুই হাজার ৫০০ টাকা পেয়েছেন তারাসহ নিম্নবিত্ত আরও ৬১ লাখ ৫০ হাজার পরিবার এই কার্ড পাচ্ছেন বলে জানিয়েছে টিসিবি।
প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে
এই সম্পর্কিত
৯ মাস, ৩ সপ্তাহ আগে
১০ মাস, ১ সপ্তাহ আগে