কুইক লিঙ্ক : মুজিব বর্ষ | করোনা ভাইরাসের প্রাদুর্ভাব | প্রিয় স্টোর

লভ্যাংশ ঘোষণার পরও দরপতন রবির

সমকাল প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১৬:৪৪

শেয়ারপ্রতি ৩৪ পয়সা মুনাফার বিপরীতে ৫০ পয়সা হারে লভ্যাংশ দেওয়ার ঘোষণার পরও দরপতন হয়েছে মোবাইল অপারেটর কোম্পানি রবির শেয়ারের। গত বছরের জন্য চূড়ান্ত লভ্যাংশ হিসাবে ২ শতাংশ নগদ লভ্যাংশ প্রদানের পর বুধবার এ শেয়ারের সাড়ে ৩ শতাংশ দরপতন হয়েছে। ছিল দরপতনের শীর্ষে।


চূড়ান্ত ২ শতাংশ নগদসহ ২০২১ সালের জন্য রবি তার শেয়ারহোল্ডারদের ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে গত বছরের এপ্রিলে অন্তর্বর্তীকালীন লভ্যাংশ হিসাবে ৩ শতাংশ লভ্যাংশ দেয়।


এক সংবাদ বিজ্ঞপ্তিতে রবি জানিয়েছে, গত বছর কোম্পানির নিট মুনাফা হয়েছে ১৮০ কোটি টাকা। ইপিএস হয়েছে ৩৪ পয়সা, যা ২০২০ হিসাব বছরে ছিল ৩৩ পয়সা। নূ্যনতম ২ শতাংশ কর দেওয়ার বাধ্যবাধকতা না থাকলে নিট মুনাফা ৩৪৩ কোটি টাকা হতো। রবি জানিয়েছে, গত বছর কোম্পানি আট হাজার ১৪২ কোটি টাকা আয় করে, যা আগের বছরের ৭ দশমিক ৬০ শতাংশ।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত

আরও