অসুস্থ নেতাকে দেখতে গিয়ে লাশ হয়ে ফিরলেন ছাত্রলীগ নেতা জয়

কালের কণ্ঠ রাঙ্গামাটি সদর প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ১৪:১৫

রাঙামাটি শহরের হাসপাতাল এলাকায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে জয় ত্রিপুরা (২৭) নামের এক ছাত্রলীগ নেতাকে হত্যা করা হয়েছে। বুধবার দিবাগত রাত আড়াইটার দিকে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছে পুলিশ।  


পুলিশ বলছে, রাতে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে এক তরুণকে পড়ে থাকতে দেখে তাকে হাসপাতালে নেওয়া হয়। তখনও জীবিত ছিলেন জয়। পরে হাসপাতালে মারা যান তিনি।


জয় ত্রিপুরা রাঙামাটি সদর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক। তার বাড়ি শহরের দেবাশীষ নগর এলাকায়। তিনি ওই এলাকার প্রয়াত খোকনমনি ত্রিপুরার ছেলে।  


সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম জানিয়েছেন, ‘মঙ্গলবার রাতে জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. জমিরউদ্দিন হঠাৎ অসুস্থ হলে তাকে রাঙামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক তাকে চট্টগ্রামে রেফার করলে সেখানে নিয়ে যাওয়া হচ্ছিল। জয় তাকে দেখতে হাসপাতালে যান। পরে বাড়ি ফেরার পথে সড়কে তার মোটরসাইকেল আটকে কয়েকজন দুর্বৃত্ত ছুরিকাঘাত করেছে বলে জেনেছি। পরে হাসপাতালে মারা যান। আমরা এই ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। ’ 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

এই সম্পর্কিত