প্রান্তিক ও নিম্নবর্গের দুঃখী মানুষের প্রতি বঙ্গবন্ধুর ভালোবাসা
সব ধর্মই দরিদ্র মানুষের প্রতি অনুকম্পা প্রদর্শনের কথা বলে। পুঁজিবাদী উদারতাও দরিদ্রদের মধ্যে উদ্বৃত্ত বিতরণের প্রতিশ্রুতি দেয়। কোনো নাগরিক যাতে অভুক্ত না থাকে, কল্যাণ রাষ্ট্র সেই ব্যবস্থাও করে। কিন্তু পুঁজি তথা সম্পদ ও উৎপাদনযন্ত্রের মালিক যে পর্যন্ত না রাষ্ট্র হবে, সে পর্যন্ত বঞ্চনা বন্ধ হবে না, বৈষম্যের মাত্রা কমবে না এবং মানুষের সুখও সর্বাধিক করা যাবে না। সে জন্যই কমিউনিস্টরা পুরো ব্যবস্থাটাই পাল্টাতে চায়। কিন্তু পৃথিবীতে বহু রাজনীতিক আছেন, যাঁরা কমিউনিস্ট তত্ত্ব অনুসরণ না করেও নিজেরা অতি সাধারণ জীবনযাপন করে মানুষের ভাগ্যোন্নয়নের জন্য আমৃত্যু কাজ করে গেছেন।
স্বাধীন ভারতের দ্বিতীয় প্রধানমন্ত্রী লালবাহাদুর শাস্ত্রী এমন একজন রাজনীতিক।