বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল বাঙালির সার্বিক মুক্তি

সমকাল তোফায়েল আহমেদ প্রকাশিত: ১৭ মার্চ ২০২২, ০৯:৩৮

বঙ্গবন্ধু জীবনব্যাপী একটিই সাধনা করেছেন- বাঙালির মুক্তির জন্য নিজকে উৎসর্গ করা। ধাপে ধাপে প্রতিটি সংগ্রামে নেতৃত্ব দিয়েছেন। '৪৮ থেকে '৫২ অন্যতম রাষ্ট্রভাষা বাংলার জন্য আন্দোলন; '৫০ থেকে '৫৪ জমিদারি প্রথা উচ্ছেদ; '৫৪ থেকে '৫৬ সাংবিধানিক স্বায়ত্তশাসন; '৬৪তে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে অসাম্প্রদায়িকতা; '৬৬তে জাতীয় আত্মনিয়ন্ত্রণ অধিকার অর্থাৎ স্বাধিকার তথা ৬ দফা; '৬৯-এর গণআন্দোলনের মধ্য দিয়ে মৃত্যুকূপ থেকে মুক্তমানব হয়ে বেরিয়ে এসে সর্বজনীন ভোটাধিকারের দাবি ও সংখ্যাগুরুর অধিকার আদায় এবং '৭০-এর ঐতিহাসিক নির্বাচনে অংশগ্রহণ করে ভূমিধস বিজয় অর্জন; পরিশেষে '৭১-এ স্বাধীনতার ডাক দিয়ে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন ও সার্বভৌম গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ প্রতিষ্ঠা।


জাতীয় মুক্তিসংগ্রামের ঐতিহাসিক এই পর্বগুলো সংঘটনে তাঁকে জীবনের প্রায় ১৩টি বছর কারান্তরালে কাটাতে হয়েছে।
বঙ্গবন্ধুর সফরসঙ্গী হিসেবে লাহোরে অনুষ্ঠিত ইসলামিক সম্মেলনে গিয়ে মিয়ানওয়ালি কারাগারের প্রিজন গভর্নর (জেল সুপার) হাবিব আলির কাছ থেকে বর্ণনা শুনেছি।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

প্রতিদিন ৩৫০০+ সংবাদ পড়ুন প্রিয়-তে

আরও