স্বাভাবিক জীবনে ফিরল কুয়েত
করোনা মহামারির প্রকোপ নিয়ন্ত্রণে আসায় স্বাভাবিক জীবনে ফিরেছে মধ্যপ্রাচ্যের দেশ কুয়েত।
গণটিকা প্রদান ও স্থানীয় নাগরিক এবং বিভিন্ন দেশের অভিবাসীরা স্বাস্থ্যবিধি মেনে চলার ফলে করোনা মহামারী নিয়ন্ত্রণ করা সম্ভব হয়েছ মনে করেন দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়।
গত রোববার থেকে পূর্বের মতো শতভাগ জনবল নিয়ে সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কার্যক্রম পরিচালিত হয়। বিগত বছরগুলোতে করোনার কারণে মসজিদে মুসল্লিদের ইফতার করা বন্ধ ছিল। এবার মসজিদে মুসল্লিদের স্বাভাবিক নিয়মে জামায়াতে নামাজ আদায় এবং রমজানে ইফতারের অনুমতি দিয়েছে দেশ স্বাস্থ্য মন্ত্রণালয়।