![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F11aed7fe-d234-4651-8374-aae174ca3fc7%252Frab.jpeg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26w%3D640%26dpr%3D1.1)
ধর্ষণের কথা ফাঁস করতে চাওয়ায় স্কুলছাত্রীকে হত্যা করা হয়: র্যাব
চট্টগ্রামের হালিশহরে পঞ্চম শ্রেণিপড়ুয়া এক ছাত্রীকে (১৪) ধর্ষণের পর হত্যায় জড়িত অভিযোগে আলমগীর মিয়া (৪৯) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল মঙ্গলবার রাতে র্যাবের এক যৌথ অভিযানে তাঁকে গ্রেপ্তার করা হয়।
আজ বুধবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান র্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন। তিনি বলেন, গত রোববার চট্টগ্রামের হালিশহরে ওই স্কুলছাত্রীকে ধর্ষণের পর শ্বাসরোধে হত্যা করা হয়। পরদিন ওই ছাত্রীর বাবা বাদী হয়ে হালিশহর থানায় মামলা করেন।