You have reached your daily news limit

Please log in to continue


আজব কাহিনী! চাঁদা তুলে জমি কিনে তৈরি নতুন দেশ

Viral News চাঁদা তুলে নতুন দেশ। ক্রাউড ফান্ডের মাধ্যমে এই নতুন দেশ কেনার জন্য জোগাড় করা হয়েছে টাকা। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের কাছেই সন্ধান মিলেছে সেই নতুন দেশের। Beliza হল ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের একটি দ্বীপ রাষ্ট্র। এর কাছেই সন্ধান পাওয়া যায় এক নতুন দ্বীপের। এরপর কয়েকজন মিলে সেটি ক্রয় করে এবং দাবি করে তারা সেখানে তৈরি করেছে নতুন দেশ। যদিও এই নতুন দেশকে এখনও মান্যতা দেয়নি আন্তর্জাতিক সংগঠন। এই কারণেই এটিকে মাইক্রো নেশন (Micro Nation) বলে ডাকা হচ্ছে। সোশ্যাল মিডিয়ায় Viral হয়েছে সেই নতুন দেশের খবর। সেই নতুন দেশে যে কেউ কিনতে পারে জমি।

নতুন দেশের আকৃতি অনেকটা কফি বিনের মত। রিপোর্ট অনুযায়ী Mayer এবং Gareth নামের দুই ব্যক্তি ক্রাউড ফান্ডের মাধ্যমে জোগাড় করে প্রায় 1 কোটি 90 লাখ টাকা। 2019 সালে এটি ক্রয় কোর্টে খরচ হয় প্রায় 1 কোটি 37 লাখ টাকা। বর্তমানে এই দেশের একটি অংশের দাম প্রায় 2 লাখ 48 হাজার টাকার মত। এখনও পর্যন্ত সেই নতুন দেশের প্রায় 10 শতাংশ বিক্রি করা হয়েছে। সেই নতুন দেশে যে কেউ জমি কিনতে পারে। এর জন্য আবেদন করতে হবে letsbuyisland.com এ গিয়ে। সোশ্যাল মিডিয়ায় ব্যাপক Viral হয়েছে সেই নতুন দেশের খবর।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন