রাশিয়ার ‘ভয়ে’ যুক্তরাষ্ট্র থেকে ৩৫ যুদ্ধবিমান কিনছে জার্মানি
ইউক্রেনে রাশিয়ান আগ্রাসন শুরুর পরই সামরিক ব্যয় বাড়ানোর অঙ্গীকার করেন জার্মানির নতুন চ্যান্সেলর ওলাফ শলৎস। তারই ধারাবাহিকতায় এবার যুক্তরাষ্ট্র থেকে ৩৫টি এফ-৩৫এ যুদ্ধবিমান কেনার ঘোষণা দিলেন তিনি। সিএনএনের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
প্রতিরক্ষা ব্যবস্থা জোরদার করতেই জার্মান সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। যুদ্ধের ফলে রাশিয়ার সঙ্গে নর্ড স্ট্রিম-২ গ্যাস পাইপলাইনের কাজ বন্ধসহ অর্থনৈতিক সম্পর্ক সীমাবদ্ধেও ব্যবস্থা নিয়েছেন শলৎস। যুদ্ধ ইউরোপে ছড়িয়ে পড়তে পারে এমন আশঙ্কা থেকেই যুক্তরাষ্ট্রের তৈরি পারমাণবিক বোমা বহনে সক্ষম এ যুদ্ধ বিমানগুলো সংগ্রহ করছে দেশটি।
- ট্যাগ:
- আন্তর্জাতিক
- যুদ্ধবিমান
- সামরিক ব্যয়
- জাতিসংঘ