‘দারিদ্র্যের কবলে পড়তে পারে ইউক্রেনের ৯০ শতাংশ মানুষ’
ইউক্রেনে আগামী বছর পর্যন্ত যদি যুদ্ধ চলে তাহলে দেশটির প্রতি ১০ জন নাগরিকের মধ্যে প্রায় ৯ জনই দারিদ্রের কবলে পড়বে। বুধবার জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) এ আশঙ্কার কথা জানিয়েছে। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে এ তথ্য তুলে ধরা হয়েছে।
ইউএনডিপির প্রশাসক আসি স্তাইনের জানান, ভেঙে পড়া অর্থনীতির সবচেয়ে বাজে পরিস্থিতি এড়াতে তার সংস্থা ইউক্রেন সরকারের সঙ্গে কাজ করছে। ইউক্রেনীয় পরিবারগুলোকে বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় খাবার কিনতে অর্থ সহায়তা এবং মৌলিক পরিষেবাগুলো নিশ্চিত করে তাদের দেশ ছেড়ে পালানো থেকে বিরত রাখাই তাদের লক্ষ্য।