![](https://media.priyo.com/img/500x/https%3A%2F%2Fimages.prothomalo.com%2Fprothomalo-bangla%252F2022-03%252F67aadea2-cf8b-4ad4-8d8c-235f7e9bbe92%252FChina_s_Foreign_Minister_Wang_Yi.jpg%3Fauto%3Dformat%252Ccompress%26format%3Dwebp%26dpr%3D1.0%26q%3D70%26w%3D640)
পশ্চিমা নিষেধাজ্ঞার কবলে পড়তে চায় না চীন
চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই বলেছেন, রাশিয়ার ওপর আরোপ করা পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কবলে পড়তে চায় না তাঁর দেশ। আজ স্পেনের পররাষ্ট্রমন্ত্রী হোসে ম্যানুয়েল আলবারেসের সঙ্গে এক ফোনালাপে তিনি এ কথা বলেছেন। গত মাসে ইউক্রেনের ওপর হামলা শুরুর পর থেকে রাশিয়ার ওপর যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো নজিরবিহীন নিষেধাজ্ঞা দিয়েছে। খবর আল–জাজিরার
ওয়াং ই ফোনালাপের সময় বলেছেন, ‘রাশিয়া ও ইউক্রেন সংকটে তাঁর দেশ কোনো পক্ষে নয়। তাই তাঁর দেশ কোনো নিষেধাজ্ঞার কারণে ক্ষতিগ্রস্ত হতে চায় না।’
চীনের পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন, চীন নীতিগতভাবে নিষেধাজ্ঞা প্রত্যাখ্যান করে এবং বৈধ অধিকার ও স্বার্থ রক্ষা করার অধিকার তাঁর দেশের রয়েছে। তিনি ইউক্রেনের প্রায় তিন সপ্তাহের এ সংঘাতকে বছরের পর বছর ধরে ইউরোপীয় নিরাপত্তা–দ্বন্দ্বের সঞ্চয় ও তীব্রতার ফসল বলে অভিহিত করেন।